শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৮:০৮ পিএম

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে পাঁচ রুট, ৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৮:০৮ পিএম

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে পাঁচ রুট, ৪ নির্দেশনা

ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বৃহৎ সংহতি সমাবেশ। আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এ কর্মসূচি পালিত হবে।

আয়োজক সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ শুক্রবার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি ও যাতায়াত সংক্রান্ত দিকনির্দেশনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণকারীদের জন্য রাজধানীর পাঁচটি স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাত্রা শুরু হবে। নির্ধারিত স্থানগুলো হলো: বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার, নীলক্ষেত মোড়।

শনিবার দুপুর ২টায় এই পাঁচ স্থান থেকে পদযাত্রা শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে।

বাংলামোটর থেকে যাত্রীরা শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে প্রবেশ করবেন। কাকরাইল মোড় থেকে যাত্রীরা মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন। জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে অংশগ্রহণকারীরা দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। নীলক্ষেত মোড় থেকে যাত্রীরা ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সমাবেশে যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচির দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। তবে পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বিশেষ ছাড় থাকবে। পরীক্ষার্থীদের যথাযথ সময় নিয়ে যাত্রা শুরু করার এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ দিকনির্দেশনা:
অংশগ্রহণকারীদের পানি।

মাস্ক ও ছাতা সঙ্গে রাখার পরামর্শ, রাজনৈতিক প্রতীকবিহীন ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহারের অনুরোধ।

শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ ।

পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

আয়োজকরা জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করতে যাচ্ছে।
 

আরবি/একে

Link copied!