ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার ( ১২ এপ্রিল) ভোরে চারুকলার দক্ষিণ পাশে স্থাপিত প্যান্ডেলের ভেতরে কে বা কারা আগুন দিয়ে প্রতিকৃতিটি পুড়িয়ে দেয় বলে জানিয়েছেন অনুষদ কর্তৃপক্ষ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীরা প্রতীকী মোটিফ তৈরি করছিলেন। এর মধ্যে অন্যতম ছিল একটি রাক্ষসীর আকৃতির ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’। শনিবার সকালে ঘটনাস্থলে দেখা যায়, এই প্রতিকৃতিটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশে থাকা ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল জানান, ফজরের নামাজের সময় আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও ততক্ষণে প্রতিকৃতি পুরোপুরি পুড়ে যায়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে, তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জরুরি সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, এবারের পহেলা বৈশাখের মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। প্রধান মোটিফ হিসেবে তৈরি করা ২০ ফুট উচ্চতার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
শিক্ষার্থীদের দাবি, এটি সম্প্রতি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখমণ্ডলের আদলে তৈরি। তারা আগে থেকেই আশঙ্কা করছিলেন এটি নষ্ট করে দেওয়া হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছিলেন অনেকে।
আপনার মতামত লিখুন :