সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফ্যাসিস্টের মোটিফে আগুন দেন কালো মাস্ক পরা একজন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০২:৩২ পিএম

ফ্যাসিস্টের মোটিফে আগুন দেন কালো মাস্ক পরা একজন

প্রতীকী ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিফে আগুন দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় কালো মাস্ক পরা একজনকে আগুন দিতে দেখা গেছে।

চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি জিন্স পরে মুখে কালো মাস্ক পরে ঠান্ডা মাথায় মোটিফটিতে আগুন দেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে চারুকলার দক্ষিণ পাশে স্থাপিত প্যান্ডেলে থাকা ২০ ফুট উচ্চতার ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ সম্পূর্ণ পুড়ে যায়। এতে পায়রার প্রতীকী অবয়বটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘এটি ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

ঘটনার পর চারুকলার এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোটিফটির নির্মাণকাজ প্রায় শেষ হয়েছিল। আজকের মধ্যে কাজ শেষ হয়ে যেত। এটা নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র। কেউ ইচ্ছা করেই এটি পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের সদস্যদের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা উচিত, কারণ রাতে পুলিশের উপস্থিতিও ছিল।’

প্রসঙ্গত, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে তৈরি করা এই প্রধান মোটিফটি ছিল একটি দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী মুখাবয়ব’, যার গঠনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের সঙ্গে শিংয়ের মতো অবয়ব দেখা যাচ্ছিল। বাঁশ, বেত ও কাগজের সাহায্যে এটি তৈরি করা হয় এবং এতে রং ও প্রলেপের কাজও শেষ হয়েছিল। এটি ছিল এবারের বর্ষবরণ শোভাযাত্রার কেন্দ্রীয় আকর্ষণ।

রূপালী বাংলাদেশ

Link copied!