মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হুইল চেয়ারে করেই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:৫১ পিএম

হুইল চেয়ারে করেই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢল নেমেছে সাধারণ মানুষের।

শনিবার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ নানা স্লোগানে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের পাশাপাশি মিছিল-সমাবেশে যোগ দেন জুলাই বিপ্লবে আহত হয়ে চিকিৎসাধীনরাও।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায়ও গাজাবাসীর পাশে দাঁড়াতে ব্যর্থ হননি তারা। হুইলচেয়ারে করে, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে শাহবাগে এসে উপস্থিত হন তারা। আহতদের একজন জরিফুল ইসলাম বলেন, ‘আমরা হাঁটতে না পারলেও, গাজার মানুষের পাশে দাঁড়াতে শরীর নয়, দরকার মন। সেই মন আমাদের এখানে এনেছে। প্রয়োজনে ফিলিস্তিনের জন্য জীবন দিতেও প্রস্তুত আমরা।’

আরেক আহত মীর সারওয়ার হোসেন বলেন, ‘হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। পাশের সড়ক থেকে ‘নারায়ে তাকবির’ ধ্বনি শুনে আর থাকতে পারিনি। একবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আহত হয়েছি, এবার সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষেই জীবন উৎসর্গ করব।’

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে বক্তারা গাজায় চলমান হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত মানবিক করিডোর খোলার দাবি তোলেন। একইসাথে বাংলাদেশের তরুণ সমাজকে আরও সোচ্চার ও প্রতিবাদমুখর হওয়ার আহ্বান জানান তারা।
 

আরবি/শিতি

Link copied!