রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চারুকলায় ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:৩৮ পিএম

চারুকলায় ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি শোভাযাত্রার দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’

এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে—এক যুবক কালো টি-শার্ট পরে ঘটনাস্থলে এসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘ভোর ৫টার কিছু আগে এই ঘটনা ঘটে। আমাদের প্রাথমিক ধারণা, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী মোটিফটি পোড়াতে গিয়ে পাশের শান্তির প্রতীক পায়রাটিও আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা সন্দেহ করছি, যারা এই প্রতীক ও বার্তাগুলো পছন্দ করে না, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত।’

আরবি/একে

Link copied!