আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলবিরোধী কঠোর বার্তা দিয়েছেন। তিনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিয়ে বলেন, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, জেনোসাইড নো মোর!’
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত গণজমায়েতে অংশ নিয়ে তিনি এ স্লোগান দেন।
গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে ড. আজহারি বলেন, ‘এই কর্মসূচিতে আসতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি। লাথি, ধাক্কা খেয়েছি। তবুও এই জনসমুদ্রে আমাদের উপস্থিতিই প্রমাণ করে— ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কত গভীর।’
তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে ফিলিস্তিন হয়তো আমাদের থেকে বহু দূরে, কিন্তু আমাদের বুকের ভেতরেই বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে রয়েছে একেকটা গাজা।’
ড. আজহারি এ সময় বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘ওয়ান-টু-থ্রি-ফোর, জেনোসাইড নো মোর’; ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’; ‘গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই’।
সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ড. আজহারি লেখেন, ‘আজকের ‘মার্চ ফর গাজা’ নিছক কোনো পদযাত্রা নয়। এটি এই অঞ্চলের মুসলমানদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।’
কর্মসূচিতে সংহতি জানিয়ে একই মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও এতে অংশ নেন। দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
গণজমায়েতকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ‘আমরা সতর্কতার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা বহন করতে নিষেধ করছি।’