সরকারিভাবে দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (১৩ এপ্রিল) শিল্পকলা একাডেমিতে চৈত্রসংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ এই উপদেষ্টা বলেন, দেশের সমৃদ্ধতা বুঝতে হলে চৈত্রসংক্রান্তি করতে হবে। তিনি বলেন, চৈত্রসংক্রান্তি, বৈশাখ গ্রামীণ আবহ ফুটিয়ে তুলে।
তিনি বলেন, অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটা যেন শুধু বিল্ডিং আর গাড়ি উন্নয়নের মূল সংজ্ঞা না হয়, প্রকৃতিকে রক্ষা করাও যেন হয়। আমরা যেন এ রকম চৈত্রসংক্রান্তি পালন করতে পারি।