ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আড়াই মিনিটে হাসিনার মোটিফে আগুন লাগিয়ে চলে যায় যুবক: সিসিটিভি ফুটেজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৬:০৫ পিএম
ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ

তখন ভোর পৌনে পাচঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার ভেতরে সুনসান নীরবতা।

আর সেই সুযোগেই চারুকলার গেট টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক।

গায়ে কালো রঙের টি-শার্ট পড়া। পরনে খাকি রঙের প্যান্ট। মুখে ছিল সার্জিক্যাল মাস্ক।

যুবকটি ভেতরে ঢুকেই সর্তকর্তা সাথে চলে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বা মুখাকৃতির দিকে।

দুই দফায় গিয়ে দুটি মোটিফে আগুন দেয়।

এমন একটি  সিসিটিভি ফুটেজ এখন প্রকাশ্যে এসেছে।

ভিডিওটি ২ মিনিট ২২ সেকেন্ডের। এটি পুলিশ সংগ্রহ করেছে।

ভিডিওতে ফুটেজে দেখা গেছে, আগুন লাগিয়ে আবারও গেট টপকে সড়কে চলে যায়।

দ্রুত সড়ক পাড় হয়ে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে পড়ে।

 

পুলিশ জানায়, ভিডিওটি গত ১২ এপ্রিলের ভোর ৪টা ৪৫ মিনিটের দিকের।

এটি চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দৃশ্য।

ওই যুবকের আগুনে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ সম্পূর্ণ পুড়ে যায়।

একই সঙ্গে শান্তির প্রতীক হিসেবে তৈরি করা ‘শান্তির পায়রা’ মোটিফটি আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ওই যুবককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে পুলিশ সূত্র জানিয়েছে, তাকের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে তারা।  

যুবককে ইতোমধ্যেই শনাক্ত করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী।

নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই তাকে গ্রেপ্তার করার আশ্বাসও দিয়েছেন তিনি।