ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

সারাদেশের সব মসজিদে একযোগে জুমার নামাজ দুপুর ১টা ৩০ মিনিটে আদায় করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন। মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো।’ (সুরা জুমা, আয়াত ৯)। জুমা হলো মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদ এবং পরস্পরের সাক্ষাৎ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার দিন।’

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়ে থাকে—কোথাও ১টা, কোথাও ১টা ৩০ মিনিট, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। এ সময়গত তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা, বিশেষত ভ্রমণরত বা পথচারী মুসল্লিরা, বিভ্রান্ত ও সমস্যার মুখোমুখি হন।

এই সমস্যা নিরসনে সারাদেশের সব মসজিদে একই সময়ে—দুপুর ১টা ৩০ মিনিটে—জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে দেশের সব বিভাগ ও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।