বাংলাদেশে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়নে সম্মতি দিয়েছে চীন সরকার। হাসপাতালটি রংপুরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘তিস্তা প্রকল্প এলাকার আশপাশে হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। এটি একটি অত্যাধুনিক হাসপাতাল হবে, যার অর্থায়ন চীন সরকার করবে।’
জুলাই বিপ্লবে আহতদের বিষয়ে নুরজাহান বেগম জানান, আহত প্রত্যেকের নামে স্বাস্থ্য কার্ড তৈরি করা হচ্ছে। তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এখন পর্যন্ত ৪০ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আরও ৮ জনকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটাবেজ অনুযায়ী, জুলাই-আগস্টের ঘটনায় ৮৬৪ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।