ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেনীতে মার্চ ফর গাজা

ফেনী সংবাদদাতা
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেছেন,  বিগত সরকার আমলে বাংলাদেশে কোন টুপি ও দাঁড়িওয়ালা ব্যক্তিদের ব্যপক অপমান অপদস্ত করে জঙ্গি আখ্যা দিয়ে বিতর্কে সৃষ্টি করতো। সেদিনের কথা আপনারা ভুলে গেছেন?

আমরা ভুলিনি। একাদিক আলেম ওলামাদের ফাঁশি ও হত্যা করা হয়েছে। তারা ইহুদীদের চেয়ে কোনো অংশে অত্যাচারিত কম ছিলনা।

এছাড়াও ধর্মীয় ইবাদত ও শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধ করে দেওয়া হয়েছে।  তাই আওয়ামী লীগ সংগঠন একই বংশধর হিসেবে মন্তব্য করেছেন তিনি।

গাজা রক্ষা করার আগে মাতৃভূমিকে রক্ষা করা হোক।

সোমবার ১৪ এপ্রিল বেলা ১২টার দিকে ফেনী   শহরের কেন্দ্রীয় ঈদগাহ মিজান ময়দানে জেলার ২০টি সংগঠনের উদ্যোগে মার্চ ফর গাজা গণজামায়ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি  বলেন,সৌদি আরব মোক্কানগরীতে বাদশা আবরহ তার বাহিনী নিয়ে হামাল চালিয়েছিল। তখন আল্লাহর পক্ষ থেকে শক্তির মোকাবিলায় তারা পরাজিত হয়। কিন্তু দুঃখের বিষয়! বর্তমানে একদিকে রক্ত ঝড়ছে অন্যদিকে গান বাজনা আনন্দ উল্লাস চলছে। 

এটি হচ্ছে আমাদের ইমান ও আকিদার দূর্বলতা। যদি বিশ্বের মুসলমান ঐক্য গড়ে।  তাহলে তাদেরকে দ্রুত পরাজিত করা সম্ভব। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে palestine solidarity movement Feni District  ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দারুল উলুম ওলামাবাজার মাদ্রাসা‍‍`র মুহতামিম নুরুল ইসলাম আদিব।

ফেনী জেলা জামাতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া এবং হেফাজতে ইসলাম ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় ফিলিস্তিনের গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং ইসরাইলি ও মার্কিনী পণ্য বর্জনের দাবিতে বক্তব্য রাখেন,  হেফাজতে ইসলামের ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমান, বাংলাদেশ জায়ামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা জায়ামাতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, খেলাফতে মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলায় ইমাম পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন প্রমুখ।

এছাড়াও মাছ ফর গাঁজা কর্মসূচিতে ফেনীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দলের নেতা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।