বাংলা নববর্ষের প্রথম দিনে সোমবার (১৪ এপ্রিল) পূর্ব রাজাবাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
পহেলা বৈশাখ উপলক্ষে পূর্ব রাজাবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং রাস্তা প্রশস্তকরণসংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, পূর্ব রাজাবাজার এলাকায় বসবাসরত জনগণের নিত্যদিনের যানজট ও চলাচলের অসুবিধা দূর করতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী বিদ্যমান রাস্তাগুলো ৩০ ফুট প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি বলেন, রাস্তার দুই পাশের বাড়ির মালিক ও বাসিন্দাদের সঙ্গে আমরা নিয়মিত সংলাপে বসছি। রাস্তা প্রশস্তকরণের সুবিধাসমূহ তাদের জানানো হচ্ছে, যেন তারা নিজ উদ্যোগে প্রতিবন্ধক স্থাপনাসমূহ অপসারণে এগিয়ে আসে। কোনো নিয়ম ভঙ্গ হলে রাজউক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পরিদর্শনকালে তিনি রাজউকের চলমান প্রকল্প ও পরিকল্পনাসমূহ সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন এবং বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। বিদ্যমান অসুবিধাসমূহ দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
রাজউক চেয়ারম্যান আরও বলেন, আমরা মানুষের সহযোগিতায় একটি বাসযোগ্য ঢাকা গড়তে সর্বদা সচেষ্ট। নববর্ষ হোক কিংবা অন্য কোনো ছুটির দিন-আমরা চাই না, নাগরিকরা কোনো সমস্যায় পড়ুক। এই লক্ষ্যেই আমাদের দ্রুততম গতিতে কাজ চলমান রয়েছে।
এ সময় তিনি জনসাধারণকে নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিয়ম মেনে সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক, পরিচালক (জোন-৫) মো. হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার (জোন ৫/২) মো. ইলিয়াসসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।