বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:১১ পিএম

banner

খিলগাঁওয়ে নারীকে মারধরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:১১ পিএম

খিলগাঁওয়ে নারীকে মারধরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা, অভিযুক্ত আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউস’-এর সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। তবে মারধরের ঘটনাটি ঘটে গত ১১ এপ্রিল।

আটককৃত ব্যক্তির নাম শুভ সূত্রধর। তিনি ‘আপন কফি হাউস’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন। তবে এখনো মারধরের শিকার তরুণীর সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউস’-এর সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউস’-এর স্টাফ শুভ সূত্রধরকে রামপুরা থানা পুলিশ আটক করেছে।

এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক শুভ সূত্রধর দাবি করেছেন, ভুক্তভোগী তরুণী প্রায়ই কফি হাউসে এসে সমস্যার সৃষ্টি করতেন এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানান।

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান সাংবাদিকদের বলেন, “শুভ যে বক্তব্য দিয়েছেন তার সত্যতা যাচাইয়ের জন্য আমরা ওই তরুণীকে খুঁজছি। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয়, মোবাইল নম্বর বা ঠিকানা কিছুই খুঁজে পাওয়া যায়নি। আমরা তাকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে, তবে ভুক্তভোগীকে দ্রুত খুঁজে বের করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সাধারণ নাগরিকরা।

আরবি/একে

Link copied!