আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রয়োজন হবে প্রায় ১ লাখ ৭০ হাজার রিম কাগজ। এসব সামগ্রী মুদ্রণের কাজ সম্পাদন করবে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস)। এ বাবদ ব্যয় ধরা হয়েছে, প্রায় ৩৫ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৫২৩ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিজি প্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকের কার্যপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখা প্রস্তুত করা কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদের ৩০০টি আসনের ভোটার সংখ্যা প্রায় ১১ কোটি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে ব্যালট পেপার মুদ্রণ, কাগজ ও কালি সংগ্রহ, মনোনয়ন ফরম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাবরক্ষণ খাতা ও অন্যান্য নির্বাচনী সামগ্রী প্রস্তুতের প্রয়োজন রয়েছে।
কার্যপত্রে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনকে কেন্দ্র করে ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল ও বিভিন্ন নির্দেশিকা মুদ্রণের পরিকল্পনা করা হয়েছে।
এ ছাড়াও বলা হয়, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক মুদ্রিত যেন থাকে। ফলে নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের তালিকা পাওয়ার পর অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ ব্যালট পেপার মুদ্রণ করে মাঠ পর্যায়ে পাঠাতে হবে। অন্যদিকে, ফরম, পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি সেপ্টেম্বর মাসের মধ্যেই মুদ্রণ ও সংরক্ষণের জন্য প্রস্তুত রাখা প্রয়োজন।
এর আগে ১৩ জানুয়ারি কাগজের প্রয়োজনীয়তা নিরূপণ এবং বিদ্যমান মজুত সম্পর্কে জানার জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ স্টেশনারি অফিসকে চিঠি পাঠায় ইসি। পরে উভয় প্রতিষ্ঠান নির্বাচনী কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত কাগজের হিসাব কমিশনকে জানায়।
উল্লেখ্য, ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ, ষষ্ঠ উপজেলা পরিষদ ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১ লাখ ৬১ হাজার ৭৪ রিম কাগজ ক্রয় করা হয়েছিল। এবারের নির্বাচন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সম্ভাব্য কাগজের পরিমাণ ধরা হয়েছে, ১ লাখ ৬৯ হাজার ৬২৯ রিম।
আপনার মতামত লিখুন :