ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ কর্মসূচির ঘোষণা দেন।
একই সঙ্গে চলমান সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।
জুবায়ের পাটোয়ারী বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আমাদের ছয় দফা দাবি এখনো লিখিতভাবে মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার আমরা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করব।
এ সময় তিনি সারা দেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি সফল করার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আহ্বান জানান।
এর আগে সকাল ১০টা থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভের ফলে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়।
তেজগাঁও সাতরাস্তা মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এমনকি মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলও ব্যাহত হয়।