ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৯:৫০ এএম
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন (বামে) ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ (ডানে) ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তান ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে নতুন করে উদ্যোগ নিচ্ছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠায় উভয় দেশই আগ্রহী।

এই প্রেক্ষাপটে প্রায় ১৫ বছর পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পাকিস্তানের পক্ষে অংশ নেবেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বুধবার ঢাকায় পৌঁছানোর পর আজকের বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমনা বালুচের আনুষ্ঠানিক কার্যক্রম। বৈঠক শেষে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় বারিধারায় তার সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তারপরও কিছু অমীমাংসিত ইস্যু এখনো রয়ে গেছে। সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে হলে অতীতের মূল্যায়নের পাশাপাশি রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং জনপরিসরে যোগাযোগের মতো ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।