শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:৩২ এএম

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসল বিএনপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:৩২ এএম

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসল বিএনপি

‘জাতীয় ঐকমত্য কমিশন’ এর সঙ্গে বৈঠকে বিএনপি ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সংস্কার নিয়ে গঠিত পাঁচটি কমিশনের সুপারিশের বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে পাঁচটি কমিশন—সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচনব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার ও দুর্নীতি দমন—গুরুত্বপূর্ণ সুপারিশ দেয়।

এই সুপারিশগুলোর ভিত্তিতে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর কার্যক্রম শুরু হয়। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

এরপর ৩৯টি রাজনৈতিক দলের কাছে সুপারিশগুলোর বিষয়ে মতামত চাওয়া হয়। এ পর্যন্ত ৩৪টি দল লিখিতভাবে তাদের মতামত দিয়েছে, যার ভিত্তিতে কমিশন পর্যায়ক্রমে প্রত্যেক দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছে। আজকের বৈঠক সেই ধারাবাহিক অংশ হিসেবেই অনুষ্ঠিত হলো।
 

আরবি/শিতি

Link copied!