ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন আবু আবিদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪৪ পিএম
সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ। ছবি: সংগৃহীত

সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি সামনে এসেছে। এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তাবলি নিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

মুহাম্মদ আবু আবিদ বর্তমানে একজন জনপ্রিয় সমাজকর্মী, তরুণ সাংবাদিক এবং তারুণ্যের অনুপ্রেরণা। সমাজ পরিবর্তনের লক্ষ্যে মুহাম্মদ আবু আবিদ প্রতিষ্ঠা করেছেন সামাজিক সংগঠন "দূর্বার তারুণ্য ফাউন্ডেশন"। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অল্প সময়েই তিনি তার সামাজিক কাজগুলো জনপ্রিয় করে তুলেছেন। এ ছাড়াও সমাজের অনিয়ম-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে বেছে নেন মুহাম্মদ আবু আবিদ।

দীর্ঘ ৮ বছর সাংবাদিকতার জীবনে জাতীয় ও আঞ্চলিক বহু গণমাধ্যমে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ, টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।