ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিলেট বিমানবন্দরের কার্গো অপারেশন পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১১:১১ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসন্ন কার্গো অপারেশন চালুর পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

শুক্রবার (১৮ এপ্রিল) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান কার্গো টার্মিনাল এলাকা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এপ্রোন এলাকা, প্রশাসনিক ভবন, কন্ট্রোল টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন।

পরিদর্শনের সময় বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস), চীনের Beijing Urban Construction Group (BUCG)-এর প্রতিনিধি, প্রকল্প পরিচালক, বিমানবন্দরের পরিচালকসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা ও কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন,  এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও সহজ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। এটি দেশের বিমান চলাচল ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।