ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০২:৩৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার সকালে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানায়, নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তাঁর পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় নিবেদিত।

মৃত্যুর মাত্র একদিন আগেই তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা প্রদান করেন, যা বিশ্ববাসীর হৃদয় স্পর্শ করে।

ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন তাঁর বিনয়ী জীবনধারা ও দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে।