রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন, আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ।
জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা বনানী থানার (ওসি অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, রোববার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায়, এ তিনজন সরাসরি পারভেজ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।’
‘গ্রেপ্তার এ তিনজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতি, পিয়াস ও মেরাজের স্কুল বন্ধু। তাদের ডাকেই তারা হত্যাকাণ্ডে যুক্ত হয়। গ্রেপ্তার এ তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।’
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, ‘এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন। এ আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী।’
অন্যদিকে, আসামিদের তরফে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :