অন্তর্বর্তী সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে কী কারণে তাকে এই অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে এখনো কিছু জানানো হয়নি।
মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল ও মায়ের নাম আনোয়ারা বেগম।
গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক আহমেদ নামের একজন লেখেন, ‘আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম (ডানে) এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ (বামে) এই দু’জনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। (কেউ চাইলে ব্যক্তিগত ভাবেও ঘাটাঘাটি করতে পারেন)’
ওই পোস্টে যেকোনো ঘুষ, অনিয়ম, দুর্নীতির তথ্য-প্রমাণ আহ্বানের নোটিশ জারি করা হবে বলে মন্তব্য করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত বছরের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।