চলমান আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পৌঁছেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।
বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
এদিকে, কুয়েটের উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন— ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এই কমিটি আজ দুপুরেই কুয়েট ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ড. আবরার টেলিফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানান। তিনি তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান। উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সাথে নিয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।