ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি নাগরিক

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০১:৫৩ পিএম
মানচিত্রে তিউনিসিয়া। ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিপলির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দূতাবাস থেকে তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা করা হয়েছে। 

আইওএম তিউনিসিয়ার কাছে তাদের আউটপাসগুলো হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দূতাবাসের প্রতিনিধি তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) ২১ জনকে প্রাথমিকভাবে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করা হয়েছে দূতাবাস প্রতিনিধির পক্ষ থেকে। 

অবশিষ্টদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দূতাবাস থেকে জানবুদা শহরে আটক দুইজন বাংলাদেশিকে ২২ এপ্রিল স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং তারা অচিরেই মুক্তি পাবেন।