ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সাবেক মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৮:৪৩ পিএম
বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিমের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: রূপালী বাংলাদেশ

সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জামালপুরের সাংবাদিকরা।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় দেশ, রাজনীতি ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

এ এস এম আব্দুল হালিম বলেন, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও সামাজিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হলে প্রতিটি স্তরে সৎ, যোগ্য, মেধাবী, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজের মানুষদের চালকের আসনে বসাতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য, তারাই পারবে প্রকৃত মানুষগুলোকে খুঁজে বের করে সমাজ ও রাষ্ট্রের সামনে তুলে ধরতে।

এ ছাড়া অবহেলিত জামালপুর জেলাকে নদীভাঙনমুক্ত করে শিল্পকেন্দ্রিক উৎপাদনমুখী মডেল জেলা হিসেবে গড়ে তুলতে বহুবিধ পরিকল্পনা ও ইচ্ছার কথা গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন তিনি।

পাশাপাশি সব গণমাধ্যমকর্মীকে পেশাদারত্বের সঙ্গে স্বপ্রণোদিত হয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।