অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। এ সময় পেপ্যাল নিয়ে আলোচনা করেন তারা।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ-২০২৫’ সম্মেলনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।
লেনদেনের জন্য পেপ্যাল অন্যতম একটি মাধ্যম। লরেন ড্রেয়ার বলেন, ‘পেপ্যাল ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান। পেপ্যালও বাংলাদেশে স্পেসএক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হতে পারে। শুরু থেকেই এটি আমাদের সবচেয়ে সুসংগঠিত ও কার্যকরী উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল।’
দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার বলেন, আমরা উভয়ে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা বা আলোচনায় রাজি।
তিনি বলেন, ‘আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমার টিমকে নির্দেশ দিয়েছি যেন মে মাসের মধ্যে এ পরিষেবা শুরু করার বিষয়ে প্রস্তুত থাকে।’
সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে। সময় এলে আমরা তা উদযাপন করব বড় পরিসরে।’
আপনার মতামত লিখুন :