দেশের অন্যতম প্রভাবশালী বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
সিআইসি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সিআইসির এক সিনিয়র কর্মকর্তা জানান, আমরা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছি।
জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে কর গোয়েন্দারা। এ ক্ষেত্রে আয়কর নথিতে উল্লেখিত আয়, ব্যয় ও সম্পদের বাইরে অন্য কোনো লুকানো সম্পদ বা আয়ের উৎস রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এদিকে, সিআইসির একটি সূত্র জানিয়েছে, শুধু কোম্পানির হিসাব নয়, এশিয়াটিকের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের লেনদেন সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করেছে কর গোয়েন্দারা এবং তাদের ব্যাংক হিসাবও ফ্রিজ করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সিআইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা এশিয়াটিকের সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির লেনদেনের তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের হিসাব ফ্রিজের প্রক্রিয়ায় রয়েছি।’
তবে এখনো ব্যাংকগুলোতে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তির হিসাব ফ্রিজের নির্দেশ না পাঠানোয়, সংশ্লিষ্টদের নাম প্রকাশে রাজি হননি কর্মকর্তারা।
এ ছাড়া, তদন্তাধীন বিষয় হওয়ায় সিআইসির কোনো কর্মকর্তাই রেকর্ড বা নথিপত্র দেখাতে সম্মত হননি।
আপনার মতামত লিখুন :