ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দুর্নীতিরোধে বাঁশখালী ভূমি অফিসকে ছাত্র-জনতার ৫ দফা

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৮:৪৩ পিএম

দুর্নীতিরোধে বাঁশখালী ভূমি অফিসকে ছাত্র-জনতার ৫ দফা

ছবি, সংগৃহীত

বাঁশখালী উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ পদক্ষেপের অংশ হিসেবে সংশ্লিষ্ট কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক তাওহিদুল ইসলাম, সদস্য সচিব এমদাদ উল্লাহ, আব্বাস খান, এম.এ. হান্নান ও এ কে আর তালেব। এছাড়া উপস্থিত ছিলেন এ. রহিম উল্লাহ, মাহমুদুল হাসান ত্বকী, মো. জাবেদ, তুহিন চৌধুরী, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি দূর করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা ৫ দাবির ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি নির্মূলে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। দাবিগুলো হচ্ছে- ভূমি অফিসে কর্মরতদের পরিচয়সহ তালিকা প্রকাশ, সরকার নির্ধারিত সেবার ফি তালিকা প্রদর্শন, উন্মুক্ত অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির তদন্ত ও শাস্তি নিশ্চিতকরণ এবং দালালচক্রের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসীম উদ্দীন স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

আরবি/এস

Link copied!