বাঁশখালী উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ পদক্ষেপের অংশ হিসেবে সংশ্লিষ্ট কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক তাওহিদুল ইসলাম, সদস্য সচিব এমদাদ উল্লাহ, আব্বাস খান, এম.এ. হান্নান ও এ কে আর তালেব। এছাড়া উপস্থিত ছিলেন এ. রহিম উল্লাহ, মাহমুদুল হাসান ত্বকী, মো. জাবেদ, তুহিন চৌধুরী, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি দূর করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা ৫ দাবির ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি নির্মূলে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। দাবিগুলো হচ্ছে- ভূমি অফিসে কর্মরতদের পরিচয়সহ তালিকা প্রকাশ, সরকার নির্ধারিত সেবার ফি তালিকা প্রদর্শন, উন্মুক্ত অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির তদন্ত ও শাস্তি নিশ্চিতকরণ এবং দালালচক্রের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসীম উদ্দীন স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :