ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৬

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৮:৪৩ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৬

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯২৬ জন। রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে চারজন রাজধানীর ঢাকার দুই সিটির। আর একজন চট্টগ্রাম ও একজন বরিশালের। চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল ১৩১ জন। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৪ জন।

আরবি/ এইচএম

Link copied!