‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে তোলা টাকার মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য লুৎফর রহমান জানিয়েছেন, টিএসসিতে মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। এর মধ্যে মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। বাকী ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরাঞ্চলের বন্যর্তদের সহযোগিতায় ব্যয় করা হবে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বন্যার্তদের সাহায্যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২০৪ টি চেক/পে- অর্ডার এর মাধ্যমে ৯১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান গ্রহন করেছেন বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :