ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চায় ৮৩ শতাংশ মানুষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:০৩ এএম

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চায়  ৮৩ শতাংশ মানুষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জনমত জরিপে জানা গেছে, প্রায় ৮৩ শতাংশ মানুষ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। আর ১৩ শতাংশ মানুষ মত দিয়েছেন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের।

গত ২০-২২ ডিসেম্বর এ জরিপটি দেশের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের নির্দেশনায় চালিয়েছে বিবিএস। এতে ৪৬ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন এবং এর খসড়া প্রতিবেদন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, জরিপে প্রায় ৬৯ শতাংশ মানুষ রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান, আর প্রায় ২৯ শতাংশ মানুষ দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখতে চান।

এছাড়া, জরিপে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন থাকা নিয়ে ৬৩ শতাংশ মানুষ সমর্থন করেননি, আর ৩১ শতাংশ সমর্থন জানিয়েছেন।

অন্যান্য বিষয়ে, প্রায় ৭৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচন কমিশনে ‘না’ ভোট জয়ী হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নির্বাচন আয়োজন করা উচিত। জরিপে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ৭৪ শতাংশ মানুষ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ১০০টি করার পক্ষে মত দিয়েছেন এবং প্রায় ৫০ শতাংশ লোক বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার বিষয়টিকে সমর্থন করেননি।

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে ৭০ শতাংশ মত দিয়েছেন, এবং ৬৫ শতাংশ লোক স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন।

আরবি/এফআই

Link copied!