ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪
কোটাবিরোধী আন্দোলন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ শিক্ষার্থীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৮:১৯ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের নগরজালফৈ বাইপাস এলাকায় কোটা বাতিলের দাবিতে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকুরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরিতে করার আগ্রহও হারাবে।’

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। পরে পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Link copied!