ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান শিক্ষামন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৬:৪৫ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: রূপালী বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষা যেন শুধুমাত্র ফলাফলের ওপর নির্ভরশীল না হয়ে যায়। মন্ত্রী শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে আত্মনিয়োগের তাগিদ দেন। 

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের কৃতি সন্তানদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সংসদ সদস্য এজেডএম শফিউদ্দিন শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।

শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি ২০২৩-২৪ বছরে সাংবাদিকদের যেসকল সন্তানরা ভালো ফলাফল করেছে, কৃতিত্বের সাথে পাস করেছে, তাদের অন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, 'তোমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে, নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। 

মহিবুল হাসান চৌধুরী বলেন, সকল শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে উঠতে ইংরেজি ভাষা শখার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখে বিশ্ব নাগরিকের অসনে বসতে আহবান জানান। 

মন্ত্রী পরে এসএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষা বছরের সাংবাদিক পরিবারের কৃতি সন্তানদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

Link copied!