আগামী রোববার দেশে ফিরে আসবেন ভারতে আটক ৯০ জেলে। ওই দিন ভারতের ৯৫ জেলেকেও তাঁদের দেশে পাঠানো হবে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দী রয়েছেন। আর বাংলাদেশের কারাগারে আছেন ৯৫ জন ভারতীয় জেলে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপতিতে বলা হয়, ভারতীয়দের ছয়টি ট্রলার গত অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। সেগুলোয় মোট ৯৫ জন জেলে ছিলেন। আজ বৃহস্পতিবার তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, ভারতের জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে ৯ ডিসেম্বর ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এরপর তাদের ওড়িশার প্যারা দ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সেপ্টেম্বরে আটক হন আরও ১২ জন বাংলাদেশি জেলে, যখন তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে যায়।
আপনার মতামত লিখুন :