ঢাকা: কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, আশা রাখি দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। কোন সুযোগও পাবে না দুষ্কৃতকারীরা। এরই মধ্যে কিছু কিছু স্থানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর রেললাইন সংলগ্ন কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, গাজীপুর মহানগর ও জেলায় ৪১২টি মন্দিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নরাইনসহ র্যাব সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আপনার মতামত লিখুন :