অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বরিশালে রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে (সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর) গত বছরের ১৩ নভেম্বর বরিশালের এই অতিরিক্ত পুলিশ সুপারকে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ১৪ নভেম্বর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মো. আলেপ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩-১১-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র্যাব-১১ এবং র্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাঁকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।
আপনার মতামত লিখুন :