ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

এডহক কমিটির সভাপতি মতিউর, সম্পাদক আনিসুজ্জামান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৫ পিএম

এডহক কমিটির সভাপতি মতিউর, সম্পাদক আনিসুজ্জামান

ছবি, সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে মো. মতিউর রহমান শেখকে সভাপতি এবং মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হলো। কমিটির প্রথম সভায় সদস্যের মধ্যে দফতর বণ্টন করা হয়।

অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. আলমগীর আলম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া। অর্থ সম্পাদক ডিএমপির যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আখিউল ইসলাম, আন্তঃ সার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, সহ-আন্তঃ সার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক পুলিম টেলিকমের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ মাকসুদা আক্তার, দপ্তর সম্পাদক ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, সহ-দপ্তর সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানত ু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারি পুলিশ কমিশনার তারিক লতিফ, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, সহ-স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গবেষনা  উন্নয়ন সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গবেষনা  উন্নয়ন সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও মহিলা বিষয়ক সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার। এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটিতে ১৭ জনকে সদস্য করা হয়েছে।

আরবি/এস

Link copied!