বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীদের আচরণে ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরা তাদের আচরণে সংশোধন না আনে, তবে সংস্থাটি বন্ধ করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে এক আলোচনা সভায় তিনি বলেন, যানবাহনের ফিটনেস, লাইসেন্স এবং যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে এর জন্য বিআরটিএ’কেই দায় নিতে হবে।
তিনি আরও বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে এবং তদন্তে বেরিয়ে আসছে যে, অনেক গাড়ি ফিটনেস ছাড়াই চলাচল করছে এবং চালকদের লাইসেন্স নেই। এই পরিস্থিতিতে বিআরটিএ’র ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্ঘটনা বিশ্লেষকরা অভিযোগ করছেন, যানবাহনের ফিটনেস নবায়ন, চালকদের লাইসেন্স এবং মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে বিআরটিএ’তে ব্যাপক হয়রানি হতে হয়। ঘুষ ছাড়া এসব কাজ করা সম্ভব হয় না।
ফাওজুল কবির খান বলেন, বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীদের এমন আচরণ আর সহ্য করা হবে না। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, সবার উচিত নিজ নিজ দায়িত্ব পালনে সতর্ক থাকা।
তিনি আরও বলেন, ‘কন্ট্রোলার অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট নামে একটি অফিস ছিল, যা এখন আর নেই। কারণ তারা যে সেবা দেওয়ার কথা ছিল, তা যথাযথভাবে প্রদান করতে পারেনি। ফলে আমরা ওই অফিসটি বন্ধ করে দিয়েছি। একইভাবে, যদি বিআরটিএ’র পারফরম্যান্সে কোনো উন্নতি না আসে, তবে এই প্রতিষ্ঠানটি বন্ধ করার কথাও চিন্তা করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, যানবাহনের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে এর দায় নিতে বিআরটিএ’কেই হবে। সড়কের সমস্যা হলে এর জন্য প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, “ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব দুর্ঘটনা ঘটবে, সেগুলোর জন্য বিআরটিএ’কে দায়ী করা হবে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া, তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে সব সিটি করপোরেশনে সরকারি হাসপাতালের ড্রাইভারদের ডোপ টেস্ট করা হবে।
আপনার মতামত লিখুন :