সরকারি চাকরিজীবী সকল কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোখলেস উর রহমান বলেন, ‘সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে।’
সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই ভাতা দেওয়া হবে।
এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব।
আপনার মতামত লিখুন :