বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৮:৩১ পিএম

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪‍‍` এর এক সভা আজ সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪‍‍` এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

‍‍`এই অবস্থায় "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪" এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।‍‍`

আরবি/জেআই

Link copied!