ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাদপন্থিদের মাঠ ছাড়ার ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০১:৪০ পিএম

সাদপন্থিদের মাঠ ছাড়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদপন্থিরা। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাদপন্থীদের পক্ষে রেজা আরিফ এ কথা জানান।

তিনি জানান, সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে। কেউ মাঠের মধ্যে থাকবে না।  বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এদিন সাদপন্থি অনুসারীদের নিয়ে বেলা ১১ টায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে এক বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

প্রসঙ্গত, বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত প্রায় ৩টার সময় গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 

আরবি/জেআই

Link copied!