ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সারাদেশে ট্রেন চলাচলের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১০:২০ পিএম

সারাদেশে ট্রেন চলাচলের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

সোমবার (১২ আগস্ট) থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু করবে। তবে আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলবে।

রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতা ঘিরে গত ১৯ জুলাই থেকে সারাদেশে যাত্রীবাহী, মালবাহী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৩ দিন পর ১ আগস্ট স্বল্প দূরত্বে চলাচলকরা ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু হলে আবার বন্ধ করে দেওয়া হয়।

 

আরবি/জেডআর

Link copied!