ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

দুই পর্বে বিশ্ব ইজতেমার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১২:৪৯ পিএম

দুই পর্বে বিশ্ব ইজতেমার সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী বছরেও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইতোমধ্যেই সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই সূচি ঘোষণা করেন।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এবারের ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরবি/এফআই

Link copied!