ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

ভোজ্যতেল আমদানিতে আরও ৫ শতাংশ ভ্যাট কমল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:৪৯ পিএম

ভোজ্যতেল আমদানিতে আরও ৫ শতাংশ ভ্যাট কমল

ছবি, সংগৃহীত

সামনে রোজা, তবে বাজারে ভোজ্যতেল বাড়তি দাম। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ উদ্যোগের ফলে তেলের দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়া হয়।
ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আরবি/এস

Link copied!