ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

‘আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে আনসার বাহিনীকে’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ১১:৪৯ এএম

‘আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে আনসার বাহিনীকে’

ছবি: সংগৃহীত

আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন, এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল মোতালেব বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী। তবে আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

মহাপরিচালক আরও বলেন, বিজিবি সদস্যরা দেশের বর্ডারগুলোতে কাজ করেন। তাদের অনেক তথ্যের প্রয়োজন হয়। আর তাদের এ তথ্যের যোগান দিতে আনসার বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এতে করে বাংলাদেশের সীমান্তগুলোতে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হয়ে যাবে।

তিনি বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে, সকাল ১০টা ২০ মিনিটে কেক কেটে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে সুসজ্জিত বাদ্য দল নিয়ে বর্ণাঢ্য র‍্যালি হয়।

আরবি/এফআই

Link copied!