ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের গুলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১০:১১ পিএম

সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের গুলি

ছবি: সংগৃহীত

ঢাকা: সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে অবরুদ্ধ আনসার সদস্যরা। রোববার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

জানা যায়, রোববার রাত ৯ টা ২০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

এরপর পিছু হটেন শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন। আনসার সদস্যরা আছেন জিরো পয়েন্ট এলাকায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে আন্দোলনরত আনসার সদস্যদের হাতে উপদেষ্টা ও সমন্বয়কদের অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের উদ্ধারে সচিবালয়ের দিকে রওনা হন শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ফেসবুকে পোস্টে সচিবালয়ে যাওয়ার আহ্বান জানান। এর পরই শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।

আরবি/ এইচএম

Link copied!