ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসলামী ব্যাংকের শেয়ার এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ১১:৩০ এএম

ইসলামী ব্যাংকের শেয়ার এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে শেয়ার ধারণ করছে, তা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা। তাঁরা বলেছেন, এসব শেয়ার একদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে। এই ব্যাংকে বর্তমানে এস আলম গ্রুপের প্রায় ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

রোববার বিকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আলাদাভাবে দেওয়া এক চিঠিতে এসব কথা বলেন বিনিয়োগকারীরা।

আরবি/জেডআর

Link copied!