দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। দুদক আইন অনুযায়ী এই কমিটির সভাপতি হলেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।
রোববার (১০ নভেম্বর) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সবশেষ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মো. মাহবুব হোসেনকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।
আইন অনুযায়ী, বাছাই কমিটিতে দুজন বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি। আর বাকি তিনজনকে পদাধিকারবলে কমিটির সদস্য করা হয়েছে।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন।
বাছাই কমিটির কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা করে রাষ্ট্রপতিকে পাঠাতে বলা হয়েছে।
বাছাই কমিটির কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কোরাম হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
আপনার মতামত লিখুন :