চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে কর্মসূচি পালন করছেন পুলিশ বাহিনীর ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে তারা সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় এই কর্মসূচি পালন করছেন।
তারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এছাড়া কিছু আন্দোলনকারী কাফনের কাপড় পরেও অবস্থান করছেন সেখানে।
আন্দোলনরতরা আরও জানান, গতকাল সোমবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :