জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, প্রশাসনে আওয়ামী দোসর দেশকে অস্থিতিশীল করবার জন্য যে চক্রান্তে লিপ্ত হয়েছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা জনগনকে সাথে নিয়ে নিয়ে তা রুখে দিবে আগামীতে। যুবকরা যেন সমাজে সুন্দর সুন্দর ভুমিকা রাখতে পারে এবং খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা কাজ করছি এ রকম আয়োজন তাদেরকে আরো উৎসাহিত করবে।
গত শনিবার বিকালে নওগাঁর বদলগাছীর মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁ ও ধামইরহাট উপজেলা ফুটবল দল অংশ নেয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- নওগাঁ, হিলি, জয়পুরহাট, মহাদেবপুর, বদলগাছী, বগুড়া, পাঁচবিবি ও ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ। আজ ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামইরহাটকে ১-০ গোলে হারিয়ে নওগাঁ সদর বিজয়ী হয়।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম কেটু প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :